WB Govt Job 2025

২৫ জন কর্মী নিয়োগ করবে হাওড়ার প্রশাসনিক বিভাগ, কোন পদে?

শূন্যপদ ২৫টি। হাওড়ার ‘ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট’-এ কাজ করতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৯:৪০
Share:

প্রতীকী ছবি।

হাওড়া জেলা প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল’-এর তরফে এই নিয়োগ।

Advertisement

ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার (ডিএলটি) নিয়োগ করা হবে। শূন্যপদ ২৫টি। হাওড়ার ‘ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট’-এ কাজ করতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে হাওড়ার প্রশাসনিক ওয়েবসাইটে (howrah.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ৪ জুলাই থেকে ২৫ অগস্ট পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম বর্ধমানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement