প্রতীকী ছবি।
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং সার্ভিসেস পার্সোনেল (আইবিপিএস)-এ পাঁচ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে আইবিপিএস-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে কর্মী। ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মোট ৫২০৮ জন কর্মী নিয়োগ করা হবে। আবেদনের জন্য ভারত/নেপাল/ভুটানের নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে। প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন কী ভাবে?
প্রথমে আইবিপিএস-এর এই www.ibps.in ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন ২১ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইবিপিএস-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।