আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতায় কর্মখালি। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে চাকরির সুযোগ রয়েছে। আগ্রহীদের থেকে এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের এগজ়িকিউটিভ এডুকেশন বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে মার্কেটিং ম্যানেজার পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে এক বছর সংশ্লিষ্ট পদে কাজের সুযোগ পাবেন নিযুক্ত ব্যক্তি। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজনে এবং নিযুক্ত ব্যক্তির কাজের দক্ষতার নিরিখে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৮০,০০০-১,২০,০০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মার্কেটিং, বিজ়নেস কমিউনিকেশন বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি মার্কেটিং ক্ষেত্রে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তি বিস্তারিত জানানো হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৯ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।