ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতকদের চাকরির সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার একটি প্রকল্পে কাজের জন্য এমন ব্যক্তি প্রয়োজন। ওই সংস্থার বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগে ল্যাব তথা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্তকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
একাধিক প্রকল্পে কাজের জন্য প্রতিষ্ঠানের গবেষণাগার ব্যবহার করা হয়ে থাকে। সেই গবেষণাগার রক্ষণাবেক্ষণের জন্য ল্যাব বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে কাজের মেয়াদ এক বছরের। পরে তা দু’বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
তবে, স্নাতকদের ইংরেজি এবং হিন্দি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। এ ছাড়াও গ্রিনহাউস রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। প্রতি মাসের পারিশ্রমিক ২০ হাজার টাকা।
ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ জুলাই। আইআইএসইআর কলকাতায় আবেদন জমা দেওয়ার বিশদ বিবরণী দেওয়া হয়েছে। তাই সংস্থার ওয়েবসাইটে (iiserkol.ac.in) গিয়ে মূল বিষয়টি দেখে নেওয়া যেতে পারে। বাছাই করা প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে।