Project Work 2025

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট খুঁজছে কলকাতার আইআইএসইআর, দিতে হবে শুধু ইন্টারভিউ

কেন্দ্র সরকারের ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। শূন্যপদ একটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৮
Share:

কলকাতার আইআইএসইআর। ছবি: সংগৃহীত।

কলকাতার ভারতীয় বিজ্ঞান শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানে গবেষণাকর্মী প্রয়োজন। সম্প্রতি এই মর্মে কলকাতার আইআইএসইআর-র তরফে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে কর্মী।

Advertisement

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। কেন্দ্র সরকারের ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। শূন্যপদ একটি। প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ব্যচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছাতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন তা জানা যাবে কলকাতার আইআইএসইআর-এর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই। সেখান থেকেই যাবতীয় তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement