কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আধিকারিক প্রয়োজন। ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশনের তরফে এগজ়িকিউটিভ পদে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ওই বন্দরের মোট ১২টি বিভাগে ৪১টি শূন্যপদ রয়েছে।
অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাফিক ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনকারীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সদস্য হওয়া প্রয়োজন। অন্যান্য পদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরা আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রতিটি পদেই দু’বছর কিংবা তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
অনলাইনে পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য ফি হিসাবে ৪০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে নাম নথিভুক্তকরণের জন্য ৩০ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে (www.ipa.nic.in)গিয়ে দেখে নিতে পারেন।