প্রতীকী ছবি।
ভারতের অভ্যন্তরীণ জলপথ পরিবহণ সংস্থা (ইনল্যান্ড ওয়াটারওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া)-য় কাজের সুযোগ। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কনসাল্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ়নেস ডেভেলপমেন্ট বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ রয়েছে দু’টি। কর্মস্থল হবে কলকাতাতেই। সংস্থার কলকাতার রিজিওন্যাল কার্যালয়ে কাজ করতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১ লক্ষ ৩ হাজার ৬০০ টাকা করে। আবেদনের জন্য মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকা চাই। ১০ থেকে ১৫ বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করবেন কী ভাবে?
ইনল্যান্ড ওয়াটারওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়ার iwai.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখুন।