Govt Job 2025

আইবিপিএস-এ কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

শূন্যপদ রয়েছে চারটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রার্থীদের কর্মস্থল হবে মুম্বই। প্রার্থীদের বয়স ৫০ থেকে ৬১ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:০৯
Share:

প্রতীকী ছবি।

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং সার্ভিসেস পার্সোনেল (আইবিপিএস)-এ চারটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে আইবিপিএস-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

Advertisement

ডিভিশন হেড এবং ব্যাঙ্কার ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে চারটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রার্থীদের কর্মস্থল হবে মুম্বই। ডিভিশন হেড-এর বার্ষিক বেতন ২৮.১৫ লক্ষ টাকা। ব্যাঙ্কার ফ্যাকাল্টির বার্ষিক বেতন ১৭.৯০ লক্ষ টাকা। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ থেকে ৬১ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগ আগে কাজ করেছেন এবং সরকারী সংস্থা থেকে অবসরপ্রাপ্ত কর্মী অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন— এমন প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। বিভাগ অনুযায়ী যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। টেকনোলজি সাপোর্ট সার্ভিস বিভাগে ডিভিশন হেড পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি-তে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। অন্তত ২০ বছর আইটি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন কী ভাবে?

Advertisement

প্রথমে আইবিপিএস-এর এই www.ibps.in ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন ১৫ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইবিপিএস-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement