প্রতীকী ছবি।
কেন্দ্র সরকারের টেক্সটাইল মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচার্স কর্পোরেশন লিমিটেড দিচ্ছে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোম্পানি সেক্রেটারি কাম কমপ্লায়েন্স অফিসার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। বেতন ৫৫ হাজার টাকা প্রতি মাসে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, কোম্পানি সেক্রেটারি পদে কোনও সরকারি/ বেসরকারি সংস্থায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচার্স কর্পোরেশন লিমিটেড-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচার্স কর্পোরেশন লিমিটেড-র ওয়েবসাইটটি দেখতে পারেন।