ওয়েবেল। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকার অধীনস্থ দফতরে কাজের সুযোগ। এই মর্মে ওয়েবেল সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
মেডিক্যাল অফিসার পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়া ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অথবা অন্য স্টেট কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
ওয়েবেল-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েবেল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।