ছবি: সংগৃহীত।
ইয়ং প্রফেশনাল পদে কর্মখালি। মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফে উল্লিখিত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদ তিনটি।
উল্লিখিত পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি দফতরে দু’থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
প্রাথমিক ভাবে এক বছরে চুক্তিতে নিয়োগ করা হবে। তবে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। নিযুক্ত ব্যক্তিদের ৫৪ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১ মার্চ। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।