ছবি: সংগৃহীত।
অর্থনীতিতে উচ্চশিক্ষা অর্জন করে থাকলে চাকরির সুযোগ দেবে বিদেশ মন্ত্রক। কেন্দ্রের তরফে ওই মন্ত্রকের প্রশাসনিক বিভাগে সিনিয়র পলিসি স্পেশ্যালিস্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, ডেভেলপমেন্ট কর্পোরেশন, ডেভেলপমেন্ট পার্টনারশিপ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল ট্রেড, লেবার ইকোনমিক্স-এর মতো বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের আন্তর্জাতিক স্তরের প্রশাসনিক বা কূটনৈতিক বৈঠকে পরামর্শদাতা কিংবা সমতুল বিভাগের অন্তত পাঁচ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ২ লক্ষ ৭৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে ওই পদে কাজ চলবে। পরে কাজের উৎকর্ষতা অনুযায়ী ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের ই-মেল বা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৬ জানুয়ারি। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।