ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর। ছবি: সংগৃহীত।
শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ। নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর। প্রতিষ্ঠানের তরফে সমস্ত বিভাগে ১০১ জন শিক্ষাকর্মীকে নিয়োগ করা হবে।
কোন কোন বিভাগে নিয়োগ?
লাইব্রেরিয়ান, মেডিক্যাল অফিসার, সফট্অয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট এগ্জ়িকিউটিভ, জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেন্ডেন্ট, ফিজ়িক্যাল ট্রেনিং ইনস্ট্রাকচার, স্টাফ নার্স, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইলেকট্রনিক্স অ্যান্ড মিডিয়া ইঞ্জিনিয়ার, জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
এ ছাড়াও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট কেরিয়ার ডেভেলপমেন্ট এগ্জ়িকিউটিভ, জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট, জুনিয়র অ্যাকাউন্টস সুপারিন্টেন্ডেন্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ পদেও ৩৯ জনকে নিয়োগ করা হবে।
কারা আবেদন করবেন?
ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়; লাইব্রেরি সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তিন থেকে ১০ বছর পর্যন্ত কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
নিযুক্তেরা প্রতি মাসের বেতন হিসাবে ১৮,০০০ থেকে ২,১৮,২০০ টাকা পাবেন।
স্থায়ী পদে নিযুক্তদের কাজ চলবে। লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে আইআইটি, ভুবনেশ্বর। অনলাইনে আগ্রহীরা ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।