CSIR NEERI Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিজ্ঞানী প্রয়োজন, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও পাবেন যোগদানের সুযোগ

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এ সায়েন্টিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১০:৫৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা রাষ্ট্রায়ত্ত সংস্থায় সায়েন্টিস্ট হওয়ার সুযোগ পাবেন। এ জন্য তাঁদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ওই পদে মোট ১৪ জন দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে প্রয়োজন।

Advertisement

কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ গবেষণা সংস্থায় সায়েন্টিস্ট পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য যাঁরা পিএইচডি থিসিস জমা দিয়েছেন, কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন।

কোন কোন বিষয়ে পিএইচডি থিসিস থাকলে আবেদন তা গৃহীত হবে? তার তালিকা দেওয়া হল—

Advertisement

১. হাইড্রোজিয়োলজি

২. অ্যাকিয়োস জিয়ো কেমিস্ট্রি

৩. রসায়ন

৪. এনভায়রনমেন্টাল সায়েন্সেস

৫. এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি

৬. মাইক্রোবায়োলজি

৭. লাইফ সায়েন্সেস

৮. বায়োকেমিস্ট্রি

৯. টক্সিকোলজি

১০. ক্লাইমেট সায়েন্সেস

১১. ইকোলজিক্যাল সায়েন্সেস

১২. আর্থ সিস্টেমস

এ ছাড়াও কৃত্রিম মেধা, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্থ সিস্টেমস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে নিয়োগের জন্য আবেদনের সুযোগ পাবেন। উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীদের মেধা, গবেষণার অভিজ্ঞতা, গবেষণার বিষয়ের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। বাছাই করা ব্যক্তিদের সংস্থার স্ক্রিনিং কমিটি ডেকে নেবে ইন্টারভিউয়ের জন্য। এ জন্য আগ্রহীদের অনলাইনে ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৩ ডিসেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement