NIT Durgapur Recruitment 2025

প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ দুর্গাপুরের এনআইটিতে, আবেদন করবেন কী ভাবে?

প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৮:৩০
Share:

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

পড়ুয়াদের পিএইচডি-র মতো উচ্চ শিক্ষার স্বার্থে এবং পেশাগত দিকে জেআরএফ/ এসআরএফ পদে কাজের অভিজ্ঞতা থাকলে অনেক সংস্থাতেই অগ্রাধিকার মেলে। সেই স্বার্থে স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর অনেক পড়ুয়াই গবেষণা প্রকল্পে কাজের সন্ধান করেন। প্রথমে জেআরএফ তারপর এসআরএফ বা প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কাজে যুক্ত হন। গবেষণার কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রজেক্ট অ্যাসোসিয়েট ১ নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছর। প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। প্রকল্পটি অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থানুকূল্যে চালিত। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, বাকি প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তার আগে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে (nitdgp.ac.in) যাওয়া প্রয়োজন। হোমপেজ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে ২২ জুলাইয়ের মধ্যে।

এই সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement