ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড-এর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় এথিক্যাল হ্যাকার প্রয়োজন। ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড-এর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে ওই ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা উল্লিখিত কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
পাশাপাশি, ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, ইনফরমেশন সিস্টেমস অডিটর— এর মধ্যে যে কোনও একটি সরকার স্বীকৃত শংসাপত্র থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীদের সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার হওয়া প্রয়োজন। জানতে হবে দেশের আর্থিক পরিষেবা ক্ষেত্রের খুঁটিনাটি।
নিযুক্তের বয়স ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। তাঁর জন্য প্রতি বছর ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিযুক্তকে কলকাতার প্রধান কার্যালয়ে কাজ করতে হবে।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদন করতে পারবেন। আবেদন ২৮ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।