ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। ছবি: সংগৃহীত।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মখালি। সদ্যই কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতায় মেডিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স চালু হয়েছে। ওই কোর্সের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
উল্লিখিত পদে আবেদনকারীদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ডিভাইসেস, মেটিরিয়াল সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল/ প্রোডাক্ট ডিজ়াইন কিংবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি থাকা প্রয়োজন।
পাশাপাশি, ‘মেডিটেক’ নিয়ে কাজের অভিজ্ঞতা, মেডিক্যাল ডিভাইসের প্রোটোটাইপ তৈরি করা, চিকিৎসা পরিষেবায় কৃত্রিম মেধার প্রয়োগ সম্পর্কিত কাজে দক্ষ হতে হবে। শিক্ষকতায় অন্তত তিন বছরের অভিজ্ঞতাও প্রয়োজন।
উল্লিখিত পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তি ৭৫ হাজার টাকা পাবেন পারিশ্রমিক হিসাবে। ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে।
১৭ সেপ্টেম্বরের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। কবে, কোথায় ইন্টারভিউ নেওয়া হবে, তা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (niperkolkata.edu.in) থেকে জেনে নিতে পারবেন।