Student Internship

ইন্টার্ন নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা, আবেদনের শর্তাবলি কী?

সংস্থার স্কুল অফ কম্পিউটার সায়েন্সেসের ‘নেটওয়েব সামার ইন্টার্নশিপ ২০২৫’-এ কাজের জন্য ইন্টার্ন নিয়োগ করা হবে। পারিশ্রমিক হিসাবে মিলবে ১০ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৮
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ভুবনেশ্বরে কর্মখালি। প্রতিষ্ঠানের স্কুল অফ কম্পিউটার সায়েন্সেসের ‘নেটওয়েব সামার ইন্টার্নশিপ ২০২৫’-এ কাজের জন্য ইন্টার্ন প্রয়োজন। ওই কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

সংশ্লিষ্ট কাজের জন্য কম্পিউটার সায়েন্সেস বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে পাইটর্চ, সিইউডিএ ফর মেশিন লার্নিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

দু’মাসের চুক্তিতে কাজ চলবে। তবে প্রয়োজনে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। নিযুক্তদের মাসে ১০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি গ্রহণ করা হচ্ছে না।

Advertisement

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক ১৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ হবে ওই দিনেই। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement