Sikkim University Jobs 2025

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের জন্য চাকরির সুযোগ, সিকিম বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, শূন্যপদের সংখ্যা?

ই-মেল মারফত আগ্রহীদের আবেদন জমা দিতে হবে। ২০২৮ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৪:১৮
Share:

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগে কাজের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তবে, বিশ্ববিদ্যালয়ের তরফে শূন্যপদ সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

Advertisement

জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োলজি, আর্থ সায়েন্সেস, হাইড্রোলজি— এই সমস্ত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে রিমোট সেন্সিং, হাইড্রোলজি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

জুনিয়র রিসার্চ ফেলোকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টকে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ়-এর অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তরা কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের জন্য ২০২৮ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে।

Advertisement

ই-মেল মারফত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (cus.ac.in) প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। বাছাই করা প্রার্থীদের অনলাইনে কিংবা অফলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement