আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।
বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা থাকলে গবেষণার কাজের সুযোগ মিলবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি)-এ। প্রকল্পে স্বল্প মেয়াদে গবেষক নিয়োগ করা হবে। এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগে গবেষণার কাজ হবে। গবেষণার জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।
প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে একজনকে নিয়োগ করা হবে। তাঁকে ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত গবেষণার কাজ করতে হবে। সাম্মানিক হবে মাসে ৫৮,২৮০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য পাঁচ বছরের ছাড় থাকবে। পাশাপাশি, প্রার্থীদের পদার্থবিদ্যা বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে প্রথম বিভাগে। একই সঙ্গে প্রয়োজন ফাইবার অপটিক্স অ্যান্ড ওয়েভগাইডস-এ পিএইচডি-ও।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ২৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।