RBI Recruitment 2025

রিজ়ার্ভ ব্যাঙ্ক প্রায় ১০০ জন কর্মী প্রয়োজন, কাজ করতে হবে ডেটা সায়েন্টিস্ট-সহ অন্য পদে

কোন গ্রেডে নিয়োগ হচ্ছে, তার ভিত্তিতে পারিশ্রমিক হবে মাসে ৩ লক্ষ ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এ ছাড়া অন্য খাতে ভাতাও দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭
Share:

আরবিআই। ছবি: সংগৃহীত।

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় কর্মখালি। বুধবার ব্যাঙ্কের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কের বিভিন্ন ক্ষেত্রের জন্য বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। তাঁরা পূর্ণ সময়ের জন্য চুক্তির ভিত্তিতে ব্যাঙ্কে কাজের সুযোগ পাবেন।

Advertisement

ব্যাঙ্কে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, আইটি সিকিউরিটি এক্সপার্ট, আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এআই বা এমএল স্পেশালিস্ট, আইটি-সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, অপারেশনাল রিস্ক অ্যানালিস্ট, ব্যাঙ্কিং ডোমেন স্পেশালিস্ট-সহ মোট ২৯টি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হয়। মোট শূন্যপদের সংখ্যা ৯৩। কর্মীদের কাজের চুক্তির মেয়াদ থাকবে প্রথমে তিন বছর। এর পর প্রয়োজন অনুযায়ী আরও দু’বছর মেয়াদ বাড়ানো হতে পারে। কোন গ্রেডে নিয়োগ হচ্ছে, তার ভিত্তিতে পারিশ্রমিক হবে মাসে ৩ লক্ষ ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এ ছাড়া অন্য খাতে ভাতাও দেওয়া হবে।

ডেটা সায়েন্টিস্ট পদে আবেদনকারীদের অর্থনীতি, রাশিবিজ্ঞান, গণিত, ম্যাথমেটিক্যাল স্টাডিজ়, ডেটা সায়েন্সেস বা ফিন্যান্স-এ স্নাতকোত্তর অথবা কম্পিউটার সায়েন্সে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন চার বছরের পেশাগত অভিজ্ঞতারও। বাকি পদের ক্ষেত্রেও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

Advertisement

প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১০০ টাকা এবং অসংরক্ষিতদের ৬০০ টাকা জমা দিতে হবে। আগামী ৬ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement