উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দেবে গবেষণার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের অ্যানালিটিক্যাল লাইব্রেরিতে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ওই গবেষণাগারে কাজ করতে হবে। তাঁর রসায়ন, বায়োকেমিস্ট্রি, এগ্রিকালচারাল কেমিক্যালস, এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্তেরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও যাঁরা ওই বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের কীটনাশক নিয়ে গবেষণা এবং উচ্চক্ষমতা সম্পন্ন যন্ত্র নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্তকে প্রতি মাসে ৩৫,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত চুক্তিতে কাজ করতে হবে। নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আগ্রহীরা যোগ্যতা যাচাইয়ের জন্য সরাসরি ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন। এ জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অফ রিসার্চ-এর অফিসে যেতে হবে। ৩০ ডিসেম্বর ইন্টারভিউ হতে চলেছে।