স্বাস্থ্য ভবন। ছবি: সংগৃহীত।
রাজ্যের স্বাস্থ্য বিভাগে পরামর্শদাতা প্রয়োজন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ওই পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারি বিভাগে পূর্বে কাজে করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন।
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের আধিকারিক হিসাবে অন্তত ১৫ বছর কাজ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বাণিজ্য বিষয়ে ডিগ্রি থাকা প্রয়োজন। নিযুক্তদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি। রাজ্য সরকারের তরফে পুনরায় সরকারি কর্মীদের নিয়োগের নিয়মানুসারে প্রতি মাসের বেতন বরাদ্দ করা হবে।
প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য স্বাস্থ্য ভবনে উপস্থিত থাকতে হবে। ওই দিন বেলা ১১টার মধ্যে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রের মতো নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত অন্য শর্তাবলি জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি রাজ্যের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট (wbhealth.gov.in) থেকে দেখে নিতে পারেন।