ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।
নয়া দিল্লির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এ গবেষক প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র প্রজেক্ট ফেলো নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন ব্যক্তিকে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
মনোবিদ্যা, হিউম্যান ডেভেলপমেন্ট, এডুকেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। নিযুক্তকে ‘ডেভেলপমেন্ট অফ সিলেবি, টেক্সটবুক অ্যান্ড লার্নিং-টিচিং মেটেরিয়ালস অফ সাইকোলজি অ্যান্ড ফিলোজ়ফি অ্যাট সেকেন্ডারি স্টেজ’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে।
নিযুক্তের কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমএস অফিস, ডেটা প্রসেসিং নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, তাঁর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৫ হাজার টাকা থেকে ৩৭ হাজার টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে।
উল্লিখিত পদে নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিয়োগ করা হবে। পদপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। প্রতিষ্ঠানের নয়া দিল্লির দফতরে ২৪ ফেব্রুয়ারিতে ইন্টারভিউ নেওয়া হবে।