— প্রতিনিধিত্বমূলক চিত্র।
অধ্যাপনার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। ওই প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘বিজয় আসু চেয়ার প্রফেসর’ পদে একজনকে নিয়োগ করা হবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যাপনা করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। স্ট্রাকচারাল, অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্পেশ্যালাইজ়েশন থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
তিন বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণার কাজে নিযুক্তকে সাহায্য করতে হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদন জমা দিতে হবে। ২৯ অক্টোবর আবেদনের শেষ দিন। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি ই-মেল মারফত পাঠানো প্রয়োজন।