WB Govt Job Recruitment 2025

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কর্মীর খোঁজ, কোন যোগ্যতা থাকলে মিলবে আবেদনের সুযোগ?

বিভিন্ন ডিসট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, পুরসভা, আরবান কমিউনিটি হেল্‌থ সেন্টারে পোস্টিং দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭
Share:

প্রতীকী চিত্র।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। জানিয়েছে, কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। নিযুক্তদের কর্মস্থল হবে বিভিন্ন জেলা এবং শহরে। চাকরিপ্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া হবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে প্রক্রিয়া।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে অ্যাকাউন্টস ম্যানেজার নিয়োগ করা হবে। রয়েছে ৬টি শূন্যপদ। তাঁদের বিভিন্ন ডিসট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, পুরসভা, আরবান কমিউনিটি হেল্‌থ সেন্টারে পোস্টিং দেওয়া হবে। তাঁদের বেতনের পরিমাণ হবে মাসে ৩৫,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। থাকতে হবে এমকম ডিগ্রি বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক্স অ্যাকাউন্টসের ইন্টারমিডিয়েট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি-র ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা। প্রয়োজন ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম এবং ট্যালি সংক্রান্ত জ্ঞানও।

Advertisement

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনা সংক্রান্ত জ্ঞান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আগ্রহীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement