জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
ভারতীয় হিমালয় পর্বত সংলগ্ন এলাকার জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করছে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠানের তরফে ওই প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
যে কোনও বিষয়ে স্নাতক ব্যক্তিরা উল্লিখিত পদে কাজ করতে পারবেন। এর জন্য তাঁদের বাংলা এবং ইংরেজিতে সাবলীল হওয়া প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তিকে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতার দফতরে কাজ করতে হবে।
ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ়-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ চলবে। প্রতি মাসে নিযুক্তের জন্য ২০ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
১৭ জুন সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের প্রতিষ্ঠানের আলিপুরের দফতরে উপস্থিত থাকা প্রয়োজন। মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্ত ব্যক্তি কাজ করতে পারবেন। এই বিষয়ে আরও জানতে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি (zsi.gov.in) দেখে নিতে পারেন।