শাহরুখকেই ‘ডন ৩’-তে ফারহান ফিরিয়ে আনছেন রণবীর সরে যাওয়ার পরে? ছবি: সংগৃহীত।
‘ডন ৩’ নিয়ে জল্পনা বহু দিন ধরে। প্রথমে শোনা গিয়েছিল, ছবিতে দেখা যাবে রণবীর সিংহকে। কিন্তু ‘ধুরন্ধর’ মুক্তির পর জানা গিয়েছে, তিনি এই ছবি থেকে বেরিয়ে গিয়েছেন। হঠাৎ এই ছবি থেকে রণবীরের বেরিয়ে যাওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়। তার পর থেকে দর্শকের প্রশ্ন, তা হলে ‘ডন ৩’ ছবিতে কাকে দেখা যাবে? এমন খবরও ছড়ায়, ফের শাহরুখ খানকেই দেখা যাবে ফারহান আখতার পরিচালিত এই ছবিতে।
শেষ পর্যন্ত ফারহান আখতার কী ভাবছেন, তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন বলিউ়ডের এক ঘনিষ্ঠ সূত্র। ফারহান নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি, ‘ডন ৩’ তিনি কাকে নিয়ে করবেন। এই সিদ্ধান্ত নিতে তাঁর সময় লাগবে। তাই আপাতত এই ছবির কাজ স্থগিত রেখেছেন তিনি। সেই সূত্রটির কথায়, “ফারহান মনে করেন, ‘ডন’-এর কাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। খুব নিশ্চিত হয়েই এই ছবিতে তিনি কাউকে নিতে চান। এই পুরো বিষয়টাই সময়সাপেক্ষ।” তাই আপাতত ‘ডন ৩’-র কাজ স্থগিত রেখে অন্য একটি ছবির কাজ শুরু করতে চলেছেন ফারহান। সেই ছবিটি হল ‘জি লে জ়রা’। এই ছবির ঘোষণা বেশ কয়েক বছর আগেই করেছিলেন পরিচালক তথা অভিনেতা। ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ ও আলিয়া ভট্টের অভিনয় করার কথা।
এই ছবিটি সম্পর্কে সূত্রটির কথায়, “ফারহানের জন্য ‘জি লে জ়রা’ ছবিটি বরাবরই খুব বিশেষ। ‘ডন ৩’ যেহেতু এখন স্থগিত রাখা হচ্ছে, তাই এই সময়ে এই ছবিটি নিয়ে কাজ শুরু করার এটাই সঠিক সময় বলে মনে করছেন তিনি।”
‘জি লে জ়রা’ ছবির চিত্রনাট্য বহু আগেই ঠিক হয়ে গিয়েছে। কিন্তু তিন অভিনেত্রীর সময় না মেলায় এখনও কাজ শুরু করা যায়নি বলে জানা যায়। সব ঠিক থাকলে এই বছরই ছবির শুটিং শুরু হবে।