কিরণকে কী ভাবে কাঁদিয়েছিলেন আমির? ছবি: সংগৃহীত।
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ তিনি। তবে অভিনয়ের পাশাপাশি বার বার ব্যক্তিগত জীবনের জন্যও খবরের শিরোনামে উঠে আসেন আমির খান। কাজের ক্ষেত্রে অতি সচেতন হলেও, সম্পর্কের ক্ষেত্রে তাঁর সুনাম নেই। দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বর্তমানে সৌজন্য বজায় রেখেছেন। কিন্তু এই সম্পর্কগুলি ভাঙার নেপথ্যে নিজেকেই দায়ী করেন আমির। নিজের অহংবোধের জন্যই তিনি ভাল ‘সঙ্গী’ হয়ে উঠতে পারেননি বলে মনে করেন বলি তারকা।
সম্পর্কের ক্ষেত্রে নিজের মধ্যে কী কী খারাপ দিক রয়েছে? এই প্রশ্নের উত্তরে আমির নিজেই জানান, তিনি কাজে ডুবে থাকেন। কাজের প্রতি অতিরিক্ত ঝোঁক তাঁকে সম্পর্ক থেকে দূরে সরিয়েছে। কেরিয়ারের শুরুর দিকে আরও বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকতেন আমির।
দ্বিতীয়ত, নিজেকে অতিরিক্ত আবেগপ্রবণ বলে মনে করেন আমির। মনে আঘাত লাগলে বা কোনও কিছু খারাপ লাগলে একেবারে নীরব হয়ে যান তিনি। টানা ৩-৪ দিন কোনও কথা বলেন না কারও সঙ্গে। তবে এই স্বভাব ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছেন তিনি। বর্তমানে নিজের আবেগ নিয়ন্ত্রণে আনতে শিখেছেন অনেকটাই। জানান আমির।
একটি ঘটনার কথাও জানান বলি তারকা। কিরণ রাওয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে তুমুল তর্ক হয়েছিল আমিরের। ঘটনায় মনে আঘাত পেয়েছিলেন অভিনেতা। তর্কের পরে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। একই ছাদের তলায়, একই শয়নকক্ষে ছিলেন আমির ও কিরণ। কিন্তু স্ত্রীর সঙ্গে একটি কথাও বলছিলেন না আমির। খুব প্রয়োজন হলে দু-এক কথায় উত্তর দিচ্ছিলেন। আমির বলেছেন, “আমি কোনও কথাই বলছিলাম না। খুব শক্ত হয়ে গিয়েছিলাম। চতুর্থ রাতে ও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। আমি কোনও উত্তর দিচ্ছিলাম না। একটা সময়ের পরে ও কাঁদতে শুরু করে।”
আমির জানান, তাঁর অহংবোধে আঘাত লেগেছিল বলেই কথা বন্ধ করে দিয়েছিলেন। তাই কিরণকে ক্ষমাও করতে পারছিলেন না। এই ‘অহংবোধ’ই সম্পর্ক খারাপ হওয়ার একটি কারণ বলেও মনে করেন আমির।