মিমির সঙ্গে প্রেম করা কি সহজ? ছবি: সংগৃহীত।
দিন-রাত এক করে ওজন ঝরিয়েছিলেন তিনি। এখন ভাবলেও তাঁর কান্না পায়। কয়েক দিন আগে এই কথাই আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আপাতত, সিনেপ্রেমী বাঙালির আলোচনার মধ্যমণি নায়িকা। সৌজন্যে ‘রক্তবীজ ২’ ছবিতে তাঁর নীল বিকিনি ‘লুক’ আর আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে মাখোমাখো প্রেমের দৃশ্য।
এসপি সংযুক্তা মিত্রের সঙ্গে আইজি পঙ্কজ সিংহের ‘রোম্যান্স’ ছবির প্রথম ভাগে দেখা যায়নি। কিন্তু দ্বিতীয় ভাগে সেই স্বাদ যে পাওয়া যাবে সেই আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। শুটিংয়ের নেপথ্যের কাহিনি শোনালেন আবীর।
তবে সব কৃতিত্বই তিনি দিয়েছেন জ়িনিয়া সেন এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। নায়কের কথায়, পরিকল্পনা-ভাবনা সবটাই ওদের। তবে এর ফাঁকে নন্দিতা রায়ের সঙ্গে কাটানো বেশ কিছু মজার মুহূর্তের গল্প শোনালেন তিনি। গানের শুটিংয়ের সময় সবচেয়ে বেশি তাঁরা মজা করেছেন পরিচালক নন্দিতা রায়ের সঙ্গে।
আবীর যোগ করেন, “দিদিকে মজা করে বলছিলাম এই সব গানের শুটিংয়ে থাকবে তো! উনি প্রশ্রয়ের হাসি হেসেছিলেন। আমার নন্দিতাদিকে স্কুলের বড়দিদিমণির মতো মনে হয়, যাঁকে স্কুলের সবাই ভয় পান। আবার সবাই এটাও জানে তাঁর স্নেহের হাতও রয়েছে।”
মিমি আর আবীরের পরিচয় বহু বছরের। নায়িকার প্রথম ছবি ‘বাপি বাড়ি যা’ তৈরির আগে থেকে তাঁদের চেনা জানা। ফলে ক্যামেরার সামনে নায়িকার সঙ্গে প্রেম করতে কি সুবিধা হয়েছে আবীরের? “আমি ওকে বললাম, এত পরিশ্রম করে চেহারা তৈরি করলি, শেষে আমার সঙ্গে রোম্যান্স করার জন্য! ছিঃ ছিঃ, এই ছিল তোর কপালে! কী করলি মিমি! বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে। ও কখন কী করতে চাইছে।” এই ছবিতে মিমি-আবীর জুটি ছাড়াও দর্শক পাবেন অঙ্কুশ-কৌশানীর নতুন জুটি।