Mimi-Ankush

বিরাট কোহলি, নীতা অম্বানীর তালিকায় কি মিমিও! কত দামের জল খান? ফাঁস করলেন অঙ্কুশ

অভিনেতা অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী একে অপরের খুবই ভাল বন্ধু। দু’জনেই একে অন্যের অনেক গোপন কথা জানেন। এ বার এক মজার কাহিনি ফাঁস করে দিলেন অঙ্কুশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪
Share:

মিমির কোন গোপন কথা ফাঁস করলেন অঙ্কুশ? ছবি: সংগৃহীত।

বড়পর্দায় তাঁদের মধ্যে মারকাটারি লড়াই হবে। কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই আলাদা। বাস্তবে পর্দার মুনির আলম এবং সংযুক্তার বন্ধুত্ব অন্যরকম। এ কথা সবারই জানা। সেই ছবিই আবার ধরা পড়ল। পর্দায় অঙ্কুশ হাজরা খলনায়ক। আর মিমি চক্রবর্তী পুলিশকর্তা। ছবির প্রচারে অবশ্য পুলিশকর্তা সংযুক্তা প্রেমে মজলেন খলনায়ক মুনিরের।

Advertisement

কিছু দিন আগে মুক্তি পেয়েছে মিমি-আবীর জুটির ‘তোমার চোখের নীলে’ গানটি। তাইল্যান্ডের সমুদ্রসৈকতে রোম্যান্সে মজেছেন নায়ক-নায়িকা। তবে এ দিন ছবিমুক্তির আগের বিশেষ অনুষ্ঠানে ওই একই গানে নাচলেন অঙ্কুশ। অভিনেতার ভাবভঙ্গি দেখে হেসে খুন নায়িকা মিমি। নিজের গলায় সবাইকে গানও শুনিয়েছেন অভিনেত্রী।

তবে সবার সামনে মিমির সঙ্গে মজা করতে ছাড়েননি নায়ক। ম়ঞ্চে দাঁড়িয়েছিলেন অঙ্কুশ। মিমি তখন দর্শকাসনে। মঞ্চ থেকে সমানে বন্ধুকে ডেকেই যাচ্ছিলেন নায়ক। কারণ, তখনই মঞ্চে গান গাওয়ার কথা নায়িকার। মিমি বললেন, “জল খেয়েই আসছি।” আর কি মজা করার সুযোগ হাতছাড়া করা যায়! সঙ্গে সঙ্গে অঙ্কুশ বলে উঠলেন, “দামি জল! কত লক্ষ টাকার জল খাস তুই? আমরা বাবা সাধারণ মানুষ।’’

Advertisement

অঙ্কুশকে এ বার থামাতে তড়িঘড়ি মঞ্চে উঠলেন নায়িকা। গাইলেন সবচেয়ে আলোচিত গান। আগে বিরাট কোহলি, নীতা অম্বানীর পানীয় জল নিয়ে বহু আলোচনা হয়েছে। অঙ্কুশের মজা উস্কে দিল আরও এক প্রশ্ন। তবে কি সেই দৌড়ে রয়েছেন মিমিও? তবে সবটাই যে মজা তা বোঝা গেল তখনই। শত মজার মাঝেও বন্ধু মিমিকে প্রশংসায় ভরালেন অঙ্কুশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement