Sayantani Mullick

সায়ন্তনীর ‘ব্রেন স্ট্রোক’-এর কারণ এখনও অধরা, কী সিদ্ধান্ত নিলেন স্বামী ইন্দ্রনীল?

বাড়িতে বসে নিশ্চিন্তে টেলিভিশন দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। আচমকাই ‘ব্রেন স্ট্রোক’ হয়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩
Share:

কেন ‘ব্রেনস্ট্রোক’ হয়েছে, জানা যাচ্ছে না কারণ। ছবি: সংগৃহীত।

সাত দিন আগের ঘটনা। অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের আচমকা ‘ব্রেন স্ট্রোক’-এর খবর এসেছিল প্রকাশ্যে। কয়েক দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। শারীরিক কোনও অসুবিধা নেই। কিন্তু তার পরেও আবার হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে? এখন কেমন আছেন অভিনেত্রী?

Advertisement

দু’দিন আগে ‘ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস’-এ ভর্তি করানো হয়েছিল সায়ন্তনীকে। আরও ভাল করে পরীক্ষা করার জন্য। কারণ, কেন হঠাৎ ‘ব্রেন স্ট্রোক’ হল, তা এখনও অজানা। অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল বললেন, “কারণটা খুঁজে বার করা খুব জরুরি। না হলে আবার এই একই ঘটনা ঘটতে পারে।” আবার কেন অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিনেত্রীকে? ইন্দ্রনীল জানিয়েছেন, সায়ন্তনীর শারীরিক কোনও অসুবিধা নেই। তা-ও দ্বিতীয় এক চিকিৎসকের মত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সেইমতো ‘ডিএসএ টেস্ট’ করানো হয়েছে।

ইন্দ্রনীল বললেন, “ডিএসএ পরীক্ষার মাধ্যমে আরও ভাল করে জানা যাবে, এটুকুই বুঝতে পেরেছি। সায়ন্তনী শরীরচর্চা করতে চাইছে। কিন্তু আমরা বারণ করেছি। রক্তচাপ একেবারে ঠিক আছে। সত্যিই বুঝতে পারছি না, তা হলে কেন এমন হল।” আপাতত অভিনেত্রী বাড়িতেই রয়েছেন। কিন্তু ইন্দ্রনীলকে কাজে যেতে হচ্ছে। আপাতত ‘পুতুল টিটিপি’ এবং ‘শুভ বিবাহ’ দুই ধারাবাহিক নিয়ে ব্যস্ত অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement