Shefali Jariwala Death

সাদা ফুলে সাজানো শেফালীর ছবি, স্মরণসভায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রীর বাবা, স্বামী

শেফালীর শেষ যাত্রায় দেখা গিয়েছিল অশ্রুসজল পরাগকে। বুধবার ছিল প্রয়াত অভিনেত্রীর স্মরণসভা। এখন কেমন আছেন তাঁর স্বামী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৩:৫৭
Share:

শেফালী চলে যাওয়ার পর কেমন আছেন পরাগ? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী শেফালী জরীওয়ালার আকস্মিক প্রয়াণের পর প্রশ্ন উঠেছে তাঁর স্বামী পরাগ ত্যাগীর আচরণ নিয়ে। মৃত্যুর ঠিক পরেই পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন পরাগ। সে বিষয়েও প্রশ্ন উঠেছিল। যদিও পরাগের পাশে এসে দাঁড়ায় শেফালীর বন্ধুবান্ধবেরা। সকলেই চান সর্ব ক্ষণ ক্যামেরা যে ভাবে ধাওয়া করছে তাঁকে, সেখান থেকে যেন মুক্তি পান পরাগ। নিজের শোকপালন করার সময়টুকু যাতে পান। তাঁকে যাতে সম্পূর্ণ এক ছেড়ে দেওয়া হয়।

Advertisement

শেফালীর শেষ যাত্রায় অশ্রুসজল চোখে দেখা যায় পরাগকে। বুধবার ছিল প্রয়াত অভিনেত্রীর স্মরণসভা। এখন কেমন আছেন তাঁর স্বামী?

শেফালীকে নিয়ে গর্ব বোধ করতেন পরাগ। জনসমক্ষে স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। শেফালীকে ‘পরি’ বলে ডাকতেন। বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে স্বীকারও করেছেন শেফালীকে স্ত্রী হিসেবে পাওয়ার মতো যোগ্যতাই তাঁর ছিল না, এখনও সব কিছু স্বপ্নের মতোই মনে হয় তাঁর। শেফালীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না পরাগ। অভিনেত্রীর স্মরণসভায় সাদা ফুলে সাজানো হয় তাঁর ছবি। মেয়ের ছবির সামনে কান্নায় ভেঙে পড়েন শেফালীর বাবা, শ্বশুরমশাইকে সান্ত্বনা দিতে গিয়ে চোখের জল বাধ মানেনি পরাগেরও। স্মরণসভায় শেফলীর উদ্দেশে লেখা হয়, ‘‘কিছু তারার ঔজ্বল্য এত বেশি যে তাঁরা কখনই হারিয়ে যায় না। এমনকি তারার দেশে চলে গেলেও রয়ে যান তাঁরা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement