কী জবাব দিলেন ঋজু? ছবি: সংগৃহীত।
দু’দিন আগের ঘটনা। আচমকাই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে হওয়া অভিনেতা ঋজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথন। সেখান থেকেই যত সমস্যার সূত্রপাত। সেই মডেলের দাবি, অভিনেতা তাঁকে মেসেজ করে উত্ত্যক্ত করেছেন। তার পর একে একে অনেক মহিলাই ঋজুর বিরুদ্ধে একই অভিযোগ তোলেন। পরিস্থিতি জটিল হতেই আত্মপক্ষ সমর্থনে কী সাফাই দিলেন অভিনেতা?
সাত মাস হয়ে গেল কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। মায়ের অসুস্থতার জন্য অনেক দিন স্টুডিয়োপাড়া থেকে দূরে তিনি। তার মধ্যেই যে এই কাণ্ড হয়ে যাবে ভাবেননি। ঋজু বলেন, “মেসেজ করে কোনও ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি? ফেসবুকে এক জন অন্য জনকে মেসেজ করতে পারে না?”
এই বিতর্কের পর অভিনেতার দাবি, তাঁর বন্ধুদের অনেকেই পরামর্শ দিয়েছিলেন ‘প্রোফাইল হ্যাক্ড হয়েছে’ বলে বিষয়টিকে এড়িয়ে যেতে। ঋজু যোগ করেন, “মিথ্যা কথা বলতে একেবারেই পছন্দ করি না। বলিও না। এ ক্ষেত্রেও করতে চাইনি। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একই ভাবে।” এই ঘটনার পরে আইনি পদক্ষেপ করেছেন ঋজু। জানিয়েছেন, মানহানির মামলা করেছেন সেই উঠতি মডেলের বিরুদ্ধে। অভিনেতার দাবি, এই মুহূর্তে খুবই আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। মায়ের ক্যানসার। চিকিৎসার খরচ জোগানো খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই শীঘ্রই তিনি কাজে ফিরতে চান।