Sabysachi Chowdhury

আবার ক্যানসার ঐন্দ্রিলার, সহ-অভিনেতার পাশে ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচী

৬ বছর আগে অভিনেত্রী ভুগেছিলেন শিরদাঁড়ার ক্যানসারে। এ দেশে এই রোগ বিরল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩২
Share:

সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলা শর্মা

আবার তিনি ক্যানসারে আক্রান্ত। নেটমাধ্যমে এই খবর জানিয়েই কান্নায় ভেঙে পড়েছিলেন ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকের নায়িকা ঐন্দ্রিলা শর্মা। দিল্লির এক বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু বছর আগে তাঁর শরীরে প্রথম থাবা বসিয়েছিল পিনেট ক্যানসার। দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা। এ বার ক্যানসার ফিরেছে তাঁর ফুসফুসে। খবর, দিন কয়েক আগেই অসুস্থ হয়ে পড়ায় পরিবার তাঁকে নিয়ে যান দিল্লিতে। সেখানেই এক বেসরকারি হাসপাতালে নানা পরীক্ষার পরে চিকিৎসকেরা জানান এ কথা।

Advertisement

এমন বিপর্যয়ের দিনে সহ-অভিনেতার মনের জোর বাড়াতে শনিবার রাজধানীতে ঐন্দ্রিলার পাশে ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচী চৌধুরী। আনন্দবাজার ডিজিটালকে জানালেন, ঐন্দ্রিলার প্রথম ধারাবাহিক ‘ঝুমুর’-এর সহ অভিনেতা তিনি। যিশু সেনগুপ্ত প্রোডাকশনস প্রযোজিত এই ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল কালার্স বাংলায়। সেই থেকেই ঐন্দ্রিলা তাঁর ভাল বন্ধু। খবর শোনার পরে মনে হয়েছে, বিপদের দিনে বন্ধুর পাশে বন্ধুই থাকে। সেই অনুভূতি থেকেই তিনি ২ দিনের ছুটি নিয়ে দেখতে এসেছেন ঐন্দ্রিলাকে। বন্ধুর সঙ্গে নিজস্বী তুলে শেয়ার করেছেন নিজের সামাজিক পাতায়। মনের জোর বাড়ানোর মতোই ক্যাপশন সে ছবির, ‘আমার দেখা সবচেয়ে শক্তিশালী মহিলার সাথে'।

কেমন আছেন ঐন্দ্রিলা? সব্যসাচীর কথায়, ৬ বছর আগে অভিনেত্রী ভুগেছিলেন শিরদাঁড়ার ক্যানসারে। এ দেশে এই রোগ বিরল। দিন কয়েক আগে কাঁধের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ির লোকেরা দেরি না করে তাঁকে নিয়ে আসেন দিল্লিতে। ভর্তি করেন সেখানকার এক প্রথম সারির বেসরকারি হাসপাতালে। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, ফুসফুসে ৭ সেমির একটি টিউমার পাওয়া গিয়েছে। কেমো চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, টানা ৬ মাস চিকিৎসার পর রোগমুক্তির সম্ভাবনা রয়েছে। তবে পুরোটাই নির্ভর করছে ঐন্দ্রিলার উপর।

Advertisement

অভিনেত্রীর আরোগ্য চেয়ে নেটমাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অনুরাগী মহল। সব্যসাচী সহ টেলি পাড়ার আপাতত একটাই কামনা, আগের বারের মতোই ‘লড়াই’ হোক ঐন্দ্রিলার ‘জিয়নকাঠি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন