Dolon Roy in difficult situation

পুজোর উপহার, কাগজপত্র সব নষ্ট! বড়সড় ক্ষতি দোলন রায়ের, কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?

পুজোর আগে বড় সমস্যায় পড়লেন অভিনেত্রী দোলন রায়। অনবরত বৃষ্টির জন্য কী হল অভিনেত্রীর?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১
Share:

কোন বিপদে দোলন রায়? ছবি: সংগৃহীত।

এক রাতেই এইরকম শোচনীয় পরিস্থিতি হবে, ভাবেননি অভিনেত্রী দোলন রায়। বাইপাস সংলগ্ন আবাসনে দীর্ঘদিনের বাসিন্দা দোলন এবং দীপঙ্কর দে। জল থইথই সারা শহর। জলে ডুবে গেল অভিনেত্রীর গাড়ি।

Advertisement

এখন দুশ্চিন্তা ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় নেই। দোলনের কথায়, ‘‘আমার গোটা সংসার থাকে ওই গাড়িতে। মন খারাপ করা ছাড়া আর কোনও উপায় নেই। এই গাড়ি মনে হয় আর ঠিক হবে না। জানি না কী হবে।’’

পাম্প দিয়ে জল কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কতটা লাভ হবে তা জানা নেই অভিনেত্রীর। গাড়ির কাগজপত্র রয়েছে ওখানেই। নিজের বেশ কিছু শাড়িও রয়েছে৷ কারণ, শুটিংয়ে অনেক সময় তিনি নিজের শাড়িই পরেন।

Advertisement

দোলন বললেন, ‘‘পুজোয় দেব বলে অনেক উপহার কিনেছিলাম। সেগুলোও রয়ে গিয়েছে। কী করে বুঝব এক রাতে এই সব হয়ে যাবে! পুজোমণ্ডপের বিচারক হিসাবে বেশ কিছু জায়গায় যাওয়ার কথা। এক জায়গায় তো আমাদের সঙ্গে বিচার করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। যাতে পক্ষপাতদুষ্ট না হয় বিচার, তাই একটি সংস্থা এই আয়োজন করেছে।’’ বৃষ্টির জন্য এইসব পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে শঙ্কায় অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement