Tele Serial Shooting Stopped Due to heavy rain

জল জমেছে স্টুডিয়োচত্বরে! ‘কথা’-সহ একাধিক ধারাবাহিকের শুটিং বন্ধ

পুজোর আগে ব্যাঙ্কিংয়ের চাপ। বৃষ্টির কারণে সমস্যা আরও বাড়ল। থমকে গেল বেশ কিছু ধারাবাহিকের শুটিং।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮
Share:

বৃষ্টির জন্য বন্ধ শুটিং। ছবি: সংগৃহীত।

সারা শহর জলমগ্ন। দুর্যোগ মাথায় নিয়েই বেশ কিছু ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। কিন্তু অনেক ধারাবাহিকের কাজ বন্ধ। সকালেই অনেক প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে যে, মঙ্গলবার শুটিং বন্ধ। বৃষ্টির কারণে কোন কোন ধারাবাহিকের শুটিং হচ্ছে না?

Advertisement

ছোটপর্দার ‘কথা’ ওরফে সুস্মিতা দে জানালেন, সকাল সাড়ে ন’টায় কল টাইম ছিল তাঁর। কিন্তু সিদ্ধান্ত হয় যে, কোনও ভাবেই শুটিং করা যাবে না। সুস্মিতা বলেন, “আমাদের ‘রেনি ডে’ হয়ে গিয়েছে। জোকার কাছে আমাদের স্টুডিয়ো। সেখানে জলভর্তি রাস্তা। কোনও ভাবেই শুটিং সম্ভব নয়।” শুধু ‘কথা’ নয়, আরও কিছু ধারাবাহিকের শুটিং বন্ধ বৃষ্টির কারণে। সেই তালিকায় রয়েছে ‘আমাদের দাদামণি’, ‘আনন্দী’।

এত সমস্যার মধ্যে টলিপাড়ার অনেক অভিনেতা কিন্তু সময়েই স্টুডিয়োয় পৌঁছেছেন। সকাল থেকে শুটিং চলছে ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘জোয়ার ভাঁটা’-সহ একগুচ্ছ ধারাবাহিকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement