Shruti Das Shooting in Kolkata Rainy Day

৩০ মিনিটের রাস্তা পেরোতে পারলেন না আড়াই ঘণ্টাতেও, দুর্যোগ মাথায় নিয়ে কী ভাবে শুটিংয়ে গেলেন শ্রুতি?

গোটা শহরের বেহাল অবস্থা। অতিরিক্ত বৃষ্টিতে রাস্তা বন্ধ। এর মধ্যে কী ভাবে শুটিংয়ে গেলেন শ্রুতি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭
Share:

কী ভাবে শুটিংয়ে গেলেন শ্রুতি? ছবি: সংগৃহীত।

জলমগ্ন কলকাতা। এমন কোনও অঞ্চল নেই যেখানে জল জমেনি। তাতেও শুটিংয়ের ছুটি নেই। প্রতি দিনের মতো স্টুডিয়োয় যাবেন বলে বেরিয়েছিলেন শ্রুতি দাস। কিন্তু পৌঁছোতে গিয়ে নাকানিচোবানি অবস্থা হল অভিনেত্রীর।

Advertisement

অভিনেত্রীর বাড়ি থেকে স্টুডিয়োর দূরত্ব ৩০ মিনিটের। কিন্তু মঙ্গলবার আড়াই ঘণ্টা ধরে ঘুরেও স্টুডিয়ো পৌঁছোতে পারলেন না শ্রুতি। ফিরে যেতে হল বাড়ি। শেষে কোনওমতে প্রোডাকশন থেকে পাঠানো গাড়িতে স্টুডিয়োর পথে ফের রওনা দিলেন নায়িকা।

শ্রুতি বলেন, “আমায় যে দাদা রোজ নিয়ে যান, তিনি আসতে পারেননি। অগত্যা ‘অ্যাপ ক্যাব’ ছাড়া কোনও গতি নেই। দ্বিগুণ ভাড়া দেওয়ার জন্যও প্রস্তুত ছিলাম। বেরিয়েও ছিলাম। প্রায় আড়াই ঘণ্টা রাস্তায় ঘুরে স্টুডিয়োয় যেতে পারলাম না। এখন প্রোডাকশন থেকে গাড়ি পাঠিয়েছে। তাতেই যাচ্ছি।”

Advertisement

অভিনেত্রী জানিয়েছেন, রাস্তার এতটাই খারাপ অবস্থা, অনেকে গাড়ির কাচে ধাক্কা দিয়ে কাছাকাছি নামিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। শ্রুতি যোগ করেন, “আমায় অনেকেই অনুরোধ জানাচ্ছিলেন, যদি গড়িয়া পর্যন্ত নামিয়ে দিতে পারি। কিন্তু কতজনকে সাহায্য করতে পারব? খুব খারাপ লাগছিল।” দুর্যোগ মাথায় নিয়ে শুটিংয়ে গেলেন নায়িকা। গোটা ফ্লোর বসেছিল তাঁর অপেক্ষাতেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement