নয়নার অভিযোগের আঙুল কার দিকে? ছবি: সংগৃহীত।
বিনোদনদুনিয়ায় প্রতিদিন কত কিছুই না ঘটে। এক দিকে যেমন রয়েছে গ্ল্যামারের ছটা, অন্য দিকে তেমনই যেন অন্ধকার। ক্যামেরার সামনে হাসি দিয়ে পোজ় দেন যে নায়িকারা, চার দেওয়ালের অন্দরে তাঁদের অনেকেই অত্যাচারিত! কথা হচ্ছে ‘চরিত্রহীন’ সিরিজ়ের নায়িকা নয়না গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তাঁর অভিযোগ টলিপাড়ার এক নৃত্যগুরুর বিরুদ্ধে। মানসিক হেনস্থা থেকে শারীরিক নির্যাতন, কিছুই নাকি বাদ রাখেননি ওই নৃত্যগুরু।
সম্প্রতি সমাজমাধ্যমে নয়না পোস্ট করে জানান, টলিপাড়ার জনপ্রিয় এক নৃত্যগুরুর সঙ্গে তিন বছর ধরে সম্পর্কে ছিলেন তিনি। আর সেই সম্পর্কে থাকার মাসুল গুনতে হচ্ছে তাঁকে। নয়না লেখেন, ‘‘দিনের পর দিন অত্যাচার, শারীরিক ও মানসিক নির্যাতনে আমি ভেঙে পড়েছি। এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এ বার তাঁর নাম পরিচয় সামনে আনতে চলেছি।’’ নয়নার ঘনিষ্ঠমহল সূত্রে খবর সেই নৃত্যগুরু বিবাহিত এবং এক সন্তানের বাবা। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে নাকি যাত্রা শুরু তাঁর। পরে বেশ কিছু বাংলা সিনেমায় কাজ করেছেন। বর্তমানে নাকি ওই নৃত্যগুরু ও তাঁর স্ত্রী আলাদা থাকেন। শোনা যাচ্ছে, খোরপোশ নিয়ে ঝামেলা সেই কারণে আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের।
এ সবের মাঝেই ওই ব্যক্তি নাকি অভিনেত্রীকেও বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। যদিও অভিযোগ, সম্পর্কে থাকাকালীন প্রায়ই ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করতেন অভিনেত্রীকে। নয়না বলেন, ‘‘আমাকে ভিতর থেকে শেষ করে দিয়েছিল। অকথ্য ভাষায় আক্রমণ করত। এখন সবাই বলছেন আমার আরও আগে সরব হওয়া উচিত ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। অসম্ভব মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে।’’ অভিনেত্রীর দাবি, নাম বলে দেওয়ার কথা বলতেই নাকি মিলছে হুমকি ফোন।
দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন’ সিরিজ়ের মাধ্যমে টলিপাড়ায় আত্মপ্রকাশ নয়নার। যদিও নিজের ‘মেন্টর’ হিসাবে মানেন রামগোপাল বর্মাকে। তাঁর ‘ডেঞ্জারাস ইশ্ক’ ছবিতেও অভিনয় করেন নয়না। দক্ষিণী ছবিতে নয়নাকে ব্রেক দিয়েছিলেন রামগোপালই। যদিও প্রেমে পড়ে গত তিন বছর ধরে কাজ বন্ধ অভিনেত্রীর।