Ena Saha

বিয়ের মণ্ডপে সিঁদুরদানের ভিডিয়ো, এনা কি ‘বিয়ে’ করলেন? প্রশ্ন অনুরাগীদের

অভিনেত্রী এনা সাহার সিঁদুরদানের ভিডিয়ো দেখে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। ‘বিয়ে’র নেপথ্য-রহস্য ফাঁস করলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৮:১৬
Share:

এনা সাহা। ছবি: সংগৃহীত।

সপ্তাহান্তে অনুরাগীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী এনা সাহা। সমাজমাধ্যমে একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রীর সিঁদুরদানের মুহূর্ত বন্দি রয়েছে। সঙ্গে লেখা ‘শুভ বিবাহ’।

Advertisement

অভিনেত্রীর এই ভিডিয়ো দেখেই অনুরাগীদের মাথায় বাজ ভেঙে পড়েছে। অনেকেরই প্রশ্ন, এনা কি হঠাৎ করেই বিয়ে করে নিলেন? কারণ ওও ভিডিয়োতে অভিনেত্রীর পাশে পাত্রকেও বসে থাকতে দেখা গিয়েছে। লাল পাড় সাদা শাড়িতে কনের সাজে এনা। কেউ বলছেন এটা ফোটোশুটের জন্য করা হয়েছে। আবার কারও মতে অভিনেত্রী বিয়ে করে সবাইকে চমকে দিয়েছেন। কেউ আবার পাত্রের পরিচয় জানতে চেয়েছেন। সত্য কী জানতে আনন্দবাজার অনলাইনের তরফে এনার সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেত্রী হেসে বললেন, ‘‘এটা ফোটোশুটের জন্য করা হয়েছে। পরিকল্পক আমাকে কনের বেশে সাজাতে চেয়েছিলেন। তাই দাবি মেনে বরকেও রাখা হয়েছে।’’

তবে ফোটোশুট হলেও শনিবার থেকেই ফোন এবং মেসেজে জেরবার এনা। অভিনেত্রী বললেন, ‘‘প্রচুর ফোন আর মেসেজে প্রচুর শুভেচ্ছাবার্তা পেয়েছি। সকলেই জানতে চাইছেন বিয়ে করে নিলাম কি না। আসলে টলিউডে তো এই বছর আমার সব বন্ধুরাই বিয়ে করে নিয়েছে। তাই হয়তো অনুরাগীদের ধারণা আমিও বিয়ের পিঁড়িতে বসেছি।’’

Advertisement

বিগত কয়েক বছরে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন এনা। জানালেন তাঁর প্রযোজিত ‘ডাক্তার কাকু’ ছবিটির আপাতত পোস্ট প্রোডাকশন চলছে। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। এনা বললেন, ‘‘এই বছর নতুন ছবি প্রযোজনা ইচ্ছে রয়েছে। আপাতত আলোচনা চলছে। চূড়ান্ত হলেই দর্শকরা জানতে পারবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement