কোয়েলের মেয়েকে কার মতো দেখতে? ছবি: সংগৃহীত।
মুখে একগাল হাসি। টুকটুকে গায়ের রং। ঠিক যেন ছোট্ট কোয়েল। এত দিন সকলের চোখের আড়ালে রেখেছিলেন মেয়েকে। সপ্তমীতে প্রথম বার মেয়ে কাব্যকে প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানে।
কিছু দিন আগে ছেলের ছবি প্রথম বার দর্শকের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। কোয়েল এবং রানের মেয়েকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে ছিল দর্শক। পুজোয় সব কৌতূহলের অবসান ঘটালেন নায়িকা। মেয়েকে কোলে নিয়ে বাড়ির পুজোর বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী। পোশাকে রংমিলান্তি।
মেয়েকে কোলে নিয়ে কোয়েল। ছবি: সংগৃহীত।
আহ্লাদি কাব্য মায়ের কোলে আরও আনন্দে। দুই সন্তানকে নিয়ে পরিবারের ছবি ভাগ করে নিয়ে সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয় বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লিখেছিলেন, ‘‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’’ ছোট্ট কাব্যকে প্রথম বার দেখে উচ্ছ্বসিত নায়িকার অনুরাগীরা।
২০২০ সালে অতিমারির মধ্যেই মে মাসে কোয়েলের প্রথম পুত্র কবীরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে প্রথম ভাগ করে নেন কোয়েল। এক ফ্রেমে দেখা যায় কোয়েল-নিসপাল ও তাঁদের সন্তানকে। এ বার ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নায়িকা। সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল।