বিশেষ দিন কী ভাবে উদ্যাপন করলেন মধুবনী? ছবি: সংগৃহীত।
২৬ অগস্ট সকাল থেকে ব্যস্ত অভিনেত্রী মধুবনী গোস্বামী। না, এ দিন ব্যবসার কাজ বা ধারাবাহিকের শুটিং নয়। এ দিনটা শুধুই পরিবারের জন্য। মঙ্গলবার মধুবনীর জন্মদিন। তাই স্বামী, শ্বশুর-শাশুড়ি, মা-বাবাকে নিয়ে জমিয়ে জন্মদিন পালন করলেন তিনি। প্রতি দিন কেশব এবং রাজাকে নিয়ে কাটানো প্রতি দিনের নানা মুহূর্ত দেখা যায় তাঁর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই। তাঁদের অনেক ভিডিয়ো নিয়ে বিতর্কও হয়েছে৷
যদিও বিশেষ দিনে কোনও বিতর্ক নিয়ে ভাবতে চান না অভিনেত্রী। মধুবনী বললেন, ‘‘জন্মদিনে আমি পণ করেছি, এ বার থেকে নিজের বই পড়ার অভ্যেসটা আবার চালু করব। বই আমার প্রাণ। ছোট থেকে পড়তে খুব ভালবাসি। এখন কাজের চাপে পড়ার অভ্যেসটা ভুলতে বসেছিলাম। মা-বাবা জন্মদিনে একটা বই উপহার দিয়েছে। সেটা দিয়েই পুরনো অভ্যেস ফিরিয়ে আনতে চাই।’’ জন্মদিনে স্বামী রাজার থেকে উপহার পেয়েছেন সোনার কানের দুল। ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে, পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করে মধুবনী তাঁর জন্মদিনে পরিপূর্ণ।