জয়-মাহির সুখের সংসার ভাঙতে চলেছে? ছবি: সংগৃহীত।
জয় ভানুশালী এবং মাহি ভিজ ২০১১ সালে ভালবেসে গাঁটছড়া বেঁধেছিলেন৷ অভিনয় করতে করতেই কাছাকাছি আসেন তাঁরা। জয় ‘ডান্স ইন্ডিয়া, ডান্স’, ‘ইন্ডিয়ান আইডল’, ‘সুপার স্টার সিঙ্গার’, ‘ভয়েস ইন্ডিয়া’—দেশের শীর্ষ স্থানীয় কিছু রিয়্যালিটি শোয়ে সঞ্চালনায় সাড়া ফেলেন। মাহিও টেলিভিশেনের অতি জনপ্রিয় মুখ। ‘লগি তুঝসে লগন’ এবং ‘বালিকা বধূ’-সহ বেশ কয়েকটি ধারাবাহিকে পরিচিত মুখ তিনি। পাশাপাশি, দম্পতি হিসেবেও বেশ চর্চিত তাঁরা। তিন কন্যাসন্তানের বাবা-মা। বিয়ের পর একটা লম্বা সময় সন্তান না হওয়ায় দু’টি সন্তান দত্তক নেন তাঁরা। তার বছর খানেক বাদে ২০১৯ সালে জন্ম নেয় তাঁদের কন্যা তারা। আপাতদৃষ্টিতে সুখের সংসার তাঁদের। সেখানেই নাকি চিড় ধরেছে। শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা!
দিনকয়েক ধরেই সমাজমাধ্যমে তাঁদের বিচ্ছেদের জল্পনা। অভিনয়ের পাশপাশি জয়-মাহির সাংসারিক জীবনের ভ্লগের লক্ষ লক্ষ দর্শক রয়েছেন। স্বাভাবিক ভাবে তাঁদের বিচ্ছেদের খবর শুনে উদ্বেগে অনুরাগীরা। যদিও মাহি বলেন, ‘‘ যদি হয়ও, আপনাদের বলব কেন? আপনারা কি আমাদের আইনজীবীর টাকা দেবেন? আপনারা কি আমাদের বাড়ির লোক?’’ খানিক ক্ষোভ উগরে দিয়ে মাহি বলেন, ‘‘এখনকার দিনে মানুষ ওত পেতে থাকেন, খারাপ কিছু হলেই চর্চা শুরু করবেন। কোনও অপ্রীতিকর কিছু হলেই কাদা ছোড়াছুড়ি শুরু হবে। আমার অনুরোধ, নিজে বাঁচুন, অন্যদের বাঁচতে দিন।’’
সমাজমাধ্যমের যুগে একে অন্যের প্রতি মন্তব্য করা যেন ব্যাধির আকার ধারণ করেছে, এমনটাই মত মাহির। এত কিছু সত্ত্বেও সত্যিই জয়ের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে কি না মাহির, সেটার সোজসাপ্টা উত্তর কিন্তু দেননি অভিনেত্রী।