Rani Mukherji

মেয়ে আদিরাকে ছাড়াই কেন দুর্গাপুজোয় আসেন রানি মুখোপাধ্যায়, নেপথ্যের কারণ খোলসা করলেন অভিনেত্রী

জন্মের পর থেকেই মেয়েকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন রানি মুখোপাধ্যায়। কখনও কোনও ছবিই প্রকাশ্যে আসেনি। দুর্গাপুজোর সময়ও খুদেকে দেখা যায় না মায়ের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৬:৫৯
Share:

কেন মেয়েকে ছাড়া দুর্গাপুজোর মণ্ডপে আসেন রানি মুখোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

প্রতি বছরের মতো এই বারেও বড় করে দুর্গাপুজোর আয়োজন করেছিল মুখোপাধ্যায় পরিবার। পুজোর চার দিনই মণ্ডপে প্রায় সারা ক্ষণ দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়, কাজল-সহ বলিউডের অনেক তারকাকে। উপস্থিত হয়েছিলেন রণবীর কপূর, আলিয়া ভট্ট, বিপাশা বসু, অজয় দেবগন-সহ অনেকে। কিন্তু সকলের মনে প্রশ্ন, এই পুজোয় কেন দেখা যায় না রানির স্বামী আদিত্য চোপড়া এবং মেয়ে আদিরা চোপড়াকে?

Advertisement

জন্মের পর থেকেই মেয়েকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন নায়িকা। কখনও কোনও ছবিই প্রকাশ্যে আসেনি। দুর্গাপুজোর সময়ও খুদেকে দেখা যায় না মায়ের সঙ্গে। এ দিকে কাজল তাঁর দুই সন্তানকে নিয়েই পুজোর চারটে দিন খুব আনন্দ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি বলেন, “আমি এবং আদিত্য দু’জনের কেউই চাই না অহেতুক সকলের আকর্ষণের কারণ হোক আদিরা। নিজের দক্ষতায় ওকে পরিচিতি আদায় করে নিতে হবে। শুধুমাত্র মা, বাবার পরিচিতিতে সবসময় সেরাটা পাক তা আমরা কেউ চাই না। তাই কোনও সময়েই ক্যামেরার সামনে আনতে রাজি নই। এটা আমার এবং আদিত্যের যৌথ সিদ্ধান্ত।” স্বামী এবং মেয়েকে ছাড়াই রানিকে বাকি আত্মীয়দের সঙ্গে আনন্দ করতে দেখা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement