Rupsa Chatterjee's Darjeeling Diary

প্রেম করছেন ছোটপর্দার নায়িকা? পাহাড়ে প্রিয় পুরুষের বক্ষলগ্ন রূপসা কি বিবাহ-বহির্ভূত সম্পর্কে?

রূপসার পাহাড় খুবই প্রিয়। আগে প্রায় প্রতি মাসে তিনি পৌঁছে যেতেন শৈলশহরে। বুক ভরে টাটকা বাতাস নিয়ে ফিরতেন সমতলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৬:৫৬
Share:

রূপসা চট্টোপাধ্যায়ের সঙ্গে কে? ছবি: ফেসবুক।

গত আশ্বিনে বিয়ে করেছিলেন রূপসা চট্টোপাধ্যায়-সায়নদেব সরকার। একমাত্র ছেলে অগ্নিদেবের বয়স মাত্র সাড়ে সাত মাস। তার মধ্যেই ফের প্রেমে পড়লেন ছোটপর্দার চেনামুখ রূপসা! স্বাধীনতা দিবসে প্রিয় পুরুষকে নিয়ে পৌঁছে গিয়েছেন দার্জিলিংয়ে। এখনও সেখানেই তাঁরা। ঘনিষ্ঠ ভাবে ছবিও তুলেছেন যুগলে। পাহাড়ের বাঁকে প্রিয় পুরুষের বক্ষলগ্ন হয়েছেন। এত তাড়াতাড়ি নতুন প্রেম! রূপসা কি বিবাহ-বহির্ভূত সম্পর্কে মজলেন?

Advertisement

রূপসার সঙ্গে তাঁর স্বামী সায়নদেব সরকার। ছবি: ফেসবুক।

এখনও শৈল শহর থেকে নামেননি তিনি। দার্জিলিংয়ে বসে প্রশ্ন শুনে হতবাক অভিনেত্রী। ছবির প্রসঙ্গ তুলতেই হাসিতে ফেটে পড়লেন। ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’র খলনায়িকা জানিয়েছেন, একটু দূর থেকে ছবি ওঠায় অনেকেই বুঝতে পারছেন না। ‘‘যা করছি আমার স্বামীর সঙ্গেই করছি। সায়নের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলেছি,’’ বললেন অভিনেত্রী। ছেলের জন্মের আগে কয়েক মাস বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। সম্প্রতি, আবারও শুটিং শুরু করেছেন তিনি।

দার্জিলিংয়ে ছেলে অগ্নিদেবকে নিয়ে রূপসা-সায়ন। ছবি: ফেসবুক।

দিন তিনেক শুট হয়ে গিয়েছে তাঁর। স্বাধীনতা দিবস-সহ পর পর তিন দিন ছুটি পাওয়ায় পাড়ি দিয়েছেন দার্জিলিং। বললেন, ‘‘পাহাড় আমার খুব প্রিয়। আগে প্রতি মাসে এক বার পাহাড়ে বেড়াতে যেতাম।’’ বুক ভরে টাটকা বাতাস নিয়ে ফিরতেন সমতলে।

Advertisement

খচ্চরের পিঠে বসে একরত্তি বেজায় খুশি। ছবি: ফেসবুক।

রূপসা-সায়নের বেড়ানোর সঙ্গী তাঁদের পরিবার আর একরত্তি ছেলে অগ্নিদেব। এই প্রথম পাহাড়ে পা রাখল সে। এর আগে মন্দারমণি গিয়েছিল মা-বাবার সঙ্গে। ‘‘অগ্নি একটুও গরম সহ্য করতে পারে না। ফলে, পাহাড়ে এসে খুব খুশি। দিব্যি আরামে দিন কাটাচ্ছে। খচ্চরের পিঠে বসেছে।’’ দার্জিলিং মানেই পথের দু’পাশে মোমোর দোকান। সায়ন মোমো খেতে ভালবাসে। তাই তিন দিন ঘুরেফিরে নানা স্বাদের মোমো চেখেছেন কর্তা-গিন্নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement