Flash Flood in Himachal Pradesh

কেদারনাথে প্রায়ই যান! হড়পা বানে উত্তরাখণ্ডের গ্রাম ভেসে যেতে দেখে কী করলেন সারা আলি খান?

সারার অভিনয় সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরাখণ্ড। তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’ও উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে তৈরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৪:১২
Share:

উদ্বিগ্ন সারা আলি খান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফের বিধ্বস্ত উত্তরাখণ্ড। ১২,৬০০ ফুট উঁচুতে হয় মেঘভাঙা বৃষ্টি। তার জেরেই হড়পা বানে ভেসে গিয়েছে উপত্যকা। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তছনছ হয়ে গিয়েছে উত্তরকাশীর ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকা। নিশ্চিহ্ন হয়ে যায় একের পর এক বাড়ি, হোটেল। বিপর্যের হাড়হিম করা বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। এই ভিডিয়ো দেখে সন্ত্রস্ত সারা আলি খানও। বিধ্বস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

সারার অভিনয় সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরাখণ্ড। তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’ও উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে তৈরি। তার পর থেকে সারা প্রায়ই কেদারনাথ যান, মহাদেবের পুজো করেন। তাই বিপর্যস্ত উত্তরাখণ্ডকে দেখে আবেগপ্রবণ অভিনেত্রী। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “উত্তরাখণ্ডের ঘটনায় যাঁদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। প্রত্যেকে যাতে এই মুহূর্তে শক্তি সঞ্চার করে সুস্থ হয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করছি।”

উত্তরকাশী জেলার আপৎকালীন কেন্দ্র থেকে বিপর্যস্তদের জন্য কিছু ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সারা নিজের সমাজমাধ্যমে সেই নম্বরগুলি ভাগ করে নেন। এখনও পর্যন্ত বহু মানুষের প্রাণ গিয়েছে এই বিপর্যয়ে। ১৩০ জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। শুধুই হড়পা বান নয়, উপর থেকে ভেসে আসে কাদার স্রোত। যার ফলে বিপর্যয়ের প্রভাব বেড়ে যায় কয়েক গুণ।

Advertisement

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী উর্বশী রৌতেলাও। তিনি নিজেও পাহাড়ি এলাকায় বড় হয়েছেন। উর্বশীর কথায়, ‘‘হরিদ্বারের মেয়ে আমি। তাই উত্তরাখণ্ডের প্রতিটি শ্বাসে, প্রতিটি মানুষের মধ্যে নিজের আত্মার খোঁজ পাই। উত্তরকাশীতে যা ঘটল সেটা দেখার পর নিজের অন্তরের বেদনা ভাষায় প্রকাশ করতে পারব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement