Shilpa Shetty

৬০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত! দুঃসময়ে বান্দ্রার বিলাসবহুল রেস্তরাঁও বন্ধ করতে হচ্ছে শিল্পা শেট্টীকে?

সময় ভাল যাচ্ছে না শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রার। তাঁদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। যার ফলে বিপাকে পড়েছে তারকাদম্পতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৮
Share:

বড় সিদ্ধান্ত শিল্পার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মাথায় ঝুলছে ৬০ কোটি টাকার খাঁড়া। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন শিল্পা শেট্টী। মুম্বইয়ের বান্দ্রায় অতি আলোচিত রেস্তরাঁর মালকিন তিনি। এ বার সেই রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শিল্পা।

Advertisement

সময় ভাল যাচ্ছে না শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রার। তাঁদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, যার ফলে বিপাকে পড়েছে তারকাদম্পতি। এর মধ্যে এ বার শিল্পা ঘোষণা করলেন, বান্দ্রায় তাঁর রেস্তরাঁ ‘বাস্টিয়েন’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ‘বাস্টিয়েন’ বন্ধ করে দেওয়ার খবর দেন শিল্পা। তিনি লেখেন, “এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়েন বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তরাঁ। এ বার তাকে বিদায় জানানোর পালা।”

Advertisement

শিল্পার এই পোস্টে আবেগপ্রবণ মুম্বইবাসী। অভিনেত্রী আরও জানান, শেষ বারের জন্য এই রেস্তরাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁরা। এই অনুষ্ঠানে রেস্তরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত। স্মৃতি রোমন্থন করতে আর শেষ বারের জন্য এই রেস্তরাঁকে উদ্‌যাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই রেস্তরাঁর মালিকানা শিল্পা ও রাজ দু’জনের কাছেই রয়েছে। ২০১৬ সালে তৈরি হয়েছিল রেস্তরাঁটি। সামুদ্রিক খাবারের জন্য এই রেস্তরাঁ বিশেষ ভাবে প্রশংসিত ছিল। গত বছর এই রেস্তরাঁতেই বসেছিল সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের প্রীতিভোজের আসর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement