ঘরে সাজিয়ে রেখেছেন আচমকা পাওয়া লাল গোলাপ। ছবি: সংগৃহীত।
দামি উপহার তাঁর মোটে পছন্দ নয়। কিন্তু কেউ যদি তাঁকে ভালবেসে ফুল উপহার দেন তা হলে খুব খুশি হন। অনেক দিন পছন্দের ফুল উপহার পাননি তিনি। কিছু দিন আগে তাই নিজেই নিজেকে হলুদ জারবেরা ফুল উপহার দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা। আক্ষেপও করেছিলেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পেলেন বড় চমক।
চমক পেতে অনেকেই ভালবাসেন। আর সেই চমক যদি প্রিয় জিনিস হিসেবে আসে, তা হলে তো কোনও কথাই নেই। একগুচ্ছ লাল গোলাপ এসে হাজির অভিনেত্রীর দরজায়। কে দিল? কেন দিল? কী ভাবে জানল অভিনেত্রীর বাড়ির ঠিকানা? একের পর এক প্রশ্নের ভিড় শ্রীলেখার মনে।
অভিনেত্রীর কথায়, “ফুল আমার খুব প্রিয়। লাল গোলাপ কে পাঠালেন সেই সন্ধানেই আছি। নিজের ঘরে সাজিয়ে রেখেছি। একটা মিষ্টি লেখাও পেয়েছি। ফুল পাঠিয়েছেন যিনি, তিনি আমার অভিনয় ভালবাসেন। মানুষ হিসাবে আমায় পছন্দ করেন। ভালই লেগেছে ফুল পেয়ে।”
তবে এই প্রথম যে অজ্ঞাত কারও কাছ থেকে ফুল পেলেন তা নয়। আগেও এমন পেয়েছেন। তবে তা ‘ভ্যালেন্টাইন্স ডে’-এর সময়। এখন অভিনেত্রীর মনে প্রশ্ন, লাল গোলাপ যিনি পাঠিয়েছেন, তিনি কী করে ঠিকানা জোগাড় করলেন?