বাজি বিক্রি বন্ধ করলেন শ্রীলেখা মিত্র। ছবি: ফেসবুক।
লড়াইয়ে জিতে গেলেন শ্রীলেখা মিত্র। তাঁর বেহালার আবাসনের নীচে, বদ্ধ জায়গায় অনুমতি ছাড়াই বাজি বিক্রি হচ্ছিল। প্রশাসনের সহযোগিতায় সেই দোকানের ঝাঁপ বন্ধ করাতে সক্ষম হয়েছেন পরিচালক-অভিনেত্রী। সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত বাজি।
প্রতিবাদ সফল হল। খুশি তো? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। পুরো বিষয়টির জন্য আনন্দবাজার ডট কম-এর পাশাপাশি শ্রীলেখা ধন্যবাদ জানান প্রশাসনকে। লালবাজার পেট্রল পুলিশ এবং হরিদেবপুর থানার সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে। এঁরা সহযোগিতা না করলে যে কিছুই হত না, জানিয়েছেন তিনি।
এর পরেই একরাশ খেদ ঝরেছে তাঁর কণ্ঠে। বলেছেন, “জানেন, মাত্র একজন ধন্যবাদ জানালেন। বাকিদের কোনও হেলদোল নেই! বহুতলের নীচে এ ভাবে বাজি বিক্রি কত বড় বিপদ ডেকে আনতে পারত, ভাবুন। কারও ভ্রুক্ষেপই নেই।” এও জানালেন, তিনি তো লড়াই করতে আসেননি! কিন্তু প্রতি পদে একা একা লড়তে হচ্ছে তাঁকে।
শ্রীলেখার কথায়, “ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এসেছিলাম। সেটা তো হচ্ছে না। টলিউড সেই কবে থেকে দূরে সরিয়ে রেখেছে। মনের মতো একটা কাজ পাই না! বদলে সারা ক্ষণ লড়াই করে যেতে হচ্ছে। ইদানীং যেন বড্ড ক্লান্ত লাগছে। আমার জীবন এ রকম হয়ে যাবে, দুঃস্বপ্নেও ভাবিনি।”