Susmita Roy

‘মোটা সুস্মিতা’, ওজন নিয়ে কটাক্ষে বিদ্ধ অভিনেত্রী, কী জবাব দিলেন তিনি?

নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সুস্মিতা রায়। সম্প্রতি নিজের ওজন বৃদ্ধি প্রসঙ্গে সমালোচকদের কী বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৬
Share:

কেন কটাক্ষে বিদ্ধ সুস্মিতা? ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের পাতায় ইদানীং নানা কারণে কটাক্ষের মুখে পড়তে হয় টলিপাড়ার পরিচিত ব্যক্তিত্বদের। সম্প্রতি, আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সুস্মিতা রায়। স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। এ বার তাঁর ওজন নিয়েও অনেক কুমন্তব্য শুনতে হচ্ছে তাঁকে। আর সহ্য করতে পারলেন না সুস্মিতা। সপাট জবাব দিলেন অভিনেত্রী।

Advertisement

গত সাত মাসে তাঁর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। ব্যক্তিগত জীবনে এসেছে বড় পরিবর্তন। অন্য দিকে নিজের নতুন ব্যবসা শুরু করেছেন সুস্মিতা। কোমরে মাঝে চোটও পেয়েছিলেন। ফলে শরীরচর্চা করার কোনও সুযোগ পাননি। এত সমস্যার মধ্যে দর্শকের নেতিবাচক মন্তব্য পড়ে বেশ ক্ষুব্ধ সুস্মিতা।

অনেকেই মন্তব্যে তাঁকে লিখেছিলেন, “মোটা সুস্মিতা।” আবার এক জন লিখেছিলেন, “ঢেপসি সুস্মিতা।” অভিনেত্রী বললেন, “আপনারা এমন সব মন্তব্য লিখেছেন। তা পড়েছি। গত সাত মাস ধরে আমার উপর দিয়ে কী যাচ্ছে, তা অনেকেই জানেন না। আর একটা কোম্পানি তৈরি করা প্রায় সন্তান প্রসব করার সমান। তাই অনুরোধ করছি, সমর্থন না করতে পারেন তিরস্কার না করাই ভাল।”

Advertisement

এই মুহূর্তে, তিনি নিজের ব্যবসা সামলাতে ব্যস্ত। ক্যামেরার সামনে অনেক দিন দেখা যায়নি সুস্মিতাকে। তবে অভিনেত্রী জানিয়েছেন, ভাল সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। তেমন চরিত্র পেলে অবশ্যই আবার ফিরবেন ক্যামেরার সামনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement